বাঁশখালীতে অস্ত্রসহ ডাকাত জহির আঠক

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়ার পূর্বপাড়া এলাকায় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম মো. জহির (৪২)। তিনি ওই এলাকার মরহুম রফিক আহমদের ছেলে। আজ ৩ মার্চ ভোর সকালে জহিরের আস্তানা থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়

গত ২ মার্চ উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বরুমছড়া গ্রাম হতে রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ মঙ্গলবার ভোর সকালে ডাকাত জহিরের বাড়ির আঙ্গিনায় আর্বজনার স্তুপ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে বাঁশখালী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও ডাকাতির ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেছে।

বাঁশখালী থানা পুলিশ জানায়, ডাকাতি মামলার পলাতক আসামি মো. জহির এলাকায় অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। গত সোমবার রাত ১১টার দিকে কে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে অভিযানে গেলে তার বাড়ির আঙ্গিনায় আর্বজনার স্তুপের মধ্যে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়।

এদিকে তাকে গ্রেপ্তারের পর তার ছেলে ও সহযোগীরা এলাকাবাসীর উপর আক্রমণ করে। এতে মহিলাসহ তিন জন আহত হয়। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।